প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২১
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, আহত ৯০
অনলাইন ডেস্ক
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশওয়ারে মসজিদে বিস্ফোরণে অন্তত ৯০ জন আহত হয়েছেন। সোমবার (৩০ জানুয়ারি) এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
দেশটির গণমাধ্যম ডন জানিয়েছে, স্থানীয় সময় ১ টা ৪০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় জহরের নামাজে অংশ নিয়েছিলেন মুসল্লিরা।
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, সেনা ও বোমা নিস্ক্রিয়কারী টিমের সদস্যরা।
জানা গেছে, বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ধসে গেছে।
সূত্র: ডন, রয়টার্স