শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৪

কাঠবিড়ালি ধরতে গিয়ে গাছের মাথায় কুকুর, নামাতে এলো ফায়ার সার্ভিস

কাঠবিড়ালি ধরতে গিয়ে গাছের মাথায় কুকুর, নামাতে এলো ফায়ার সার্ভিস
অনলাইন ডেস্ক

কাঠবেড়ালি ধাওয়া করতে করতে সোজা গাছের মাথায় উঠে গেলো কুকুর। কিন্তু কাঠবিড়ালিকে ধরতে না পেরে, উলটো নিজের বিপদ নিজেই ডেকে আনে সে। মগডালে উঠে আর নামতে পারে না। শেষমেশ তাকে গাছ থেকে নামাতে এলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

মজার এ ঘটনা যুক্তরাষ্ট্রের আইডাহো প্রদেশের। জানা যায়, গত সপ্তাহে প্রদেশের কাল্ডওয়েল ফায়ার ডিপার্টমেন্ট ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে। এতে দেখা যায়, মগডালে আটকা পড়ে আছে ইজি নামের একটি কুকুর। আর ফায়ার সার্ভিসকর্মীরা মই বেয়ে উঠে গাছের ডাল থেকে সেটিকে নামাচ্ছেন।

মালিকসূত্রে জানা যায়, একটি কাঠবেড়ালির পিছু নিয়ে দৌড়াতে দৌড়াতে অসচেতনতাবশত গাছে উঠে পড়ে কুকুরটি। শীতকাল হওয়ায় গাছটিতে পাতা ছিল না। এমন পরিস্থিতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ডালপালায় আটকা পড়ে সেটি। কোনোভাবেই সেখান থেকে নেমে আসতে না পেরে কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকে।

পরে স্থানীয় বাসিন্দারা চেষ্টা করেও কুকুরটিকে গাছ থেকে নামাতে পারেননি। পরে সংবাদ দেওয়া হয় স্থানীয় ফায়ার সার্ভিসে। খবর পেয়ে একদল উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মইয়ের মাধ্যমে কুকুরটিকে নামিয়ে আনেন।

কুকুরটিকে উদ্ধারের পর ইনস্টাগ্রামে গোটা ঘটনার ছবি পোস্ট করে স্থানীয় ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট বলে, অনেক কসরতের পর কুকুরটিকে গাছ থেকে নামানো গেছে। আশা করি, এরপরে এটি কোনো কাঠবেড়ালির পিছু নেওয়ার আগে কয়েক বার চিন্তা-ভাবনা করবে।

ঘটনার বর্ণনা দিয়ে কুকুরটির মালিক ক্রিস্টিনা ড্যানার বলেন, একসঙ্গে জন্ম নেওয়া কয়েকটি কুকুরের মধ্যে ইজিই সবচেয়ে কৃশকায় ও দুর্বল। কিন্তু ঘটনার দিন সকালে বাইরে বের হওয়ার জন্য ঘেউ ঘেউ করছিল সে। বাইরে আসার সুযোগ পেয়েই আর কাঠবিড়ালিটিকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ইজি।

কুকুর নিয়ে কাজ করা আমেরিকান কেনেল ক্লাব বলে, ছোট্ট প্রাণীদের ধাওয়া করা কুকুরের প্রাকৃতিক বা স্বভাবগত আচরণ। আর চোখের সামনে ছুটে বেড়ানো কাঠবিড়ালির চেয়ে অন্য আর কোনো প্রাণী কুকুরের মনোযোগ এত বেশি আকর্ষণ করতে পারে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়