শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০২:৫৪

এক ডলার সমান ২৬৮ পাকিস্তানি রুপি

এক ডলার সমান ২৬৮ পাকিস্তানি রুপি
অনলাইন ডেস্ক

মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান আরও কমেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) দেশটির আন্তঃব্যাংক বাজারে মান কমেছে ১২ রুপি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে সরকার মুদ্রার ওপর নিয়ন্ত্রণ পরিহার করায় এমন অবস্থা তৈরি হয়েছে। খবর জিও নিউজের।

এদিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর পতন হয়ে ২৬৮ দশমিক ৩০ রুপিতে দাঁড়ায়।

সম্প্রতি আন্তঃব্যাংক বাজারে মুদ্রাটির বিপরীতে ডলারের মান বেড়েছে ৩০ রুপির বেশি। এর প্রধান কারণ হলো বিনিময় হারের ওপর মূল্যসীমা তুলে দেওয়া।

এদিকে গতকালের তুলনায় খোলাবাজারে পতন হয়েছে আরও ৩ রুপি। ডলারপ্রতি গুণতে হচ্ছে ৩৬৫ রুপি।

জানা গেছে, তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। তাই শর্ত মেনে বিনিময় হারের মূল্যসীমা তুলে দিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে পাকিস্তানি রুপির মান রেকর্ড পরিমাণ কমেছে।

সম্প্রতি ডলারের বিপরীতে আন্তঃব্যাংক বাজারে রুপির দর কমে দাঁড়ায় ২৫৫ দশমিক ৪৩ রুপিতে। অর্থাৎ এক ডলার সমান ছিল ২৫৫ দশমিক ৪৩ পাকিস্তানি রুপি। অন্যদিকে খোলা বাজারে ডলার প্রতি মান দাঁড়িয়েছে ২৫৫ রুপিতে।

এর আগে ১৯৯৯ সালের ৩০ অক্টোবর রুপির মান কমেছিল নয় দশমিক চার শতাংশ, যা ছিল দেশটির ইতিহাসে একদিনের সর্বোচ্চ পতন।

পাকিস্তান সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে ডলারের বিপরীতে রুপির মান নির্ধারণ করেছিল ২২৭ থেকে ২৩০ এর মধ্যে। কিন্তু ঋণ পাওয়ার জন্য আইএমএফের চারটি মূল শর্তের মধ্যে একটি হলো মুদ্রার মূল্যসীমা তুলে দেওয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়