প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০০:২২
রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তার কাছে বিজেপির নালিশ
নির্বাচনের তারিখ ঘোষণার পর ভারতের ত্রিপুরা রাজ্যে কিছুক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা। সোমবার (২৩ জানুয়ারি) এসব সমস্যা সমাধানের লক্ষ্যে রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা কিরণ গিত্যকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজ্য বিজেপি।
বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি মূখ্য নির্বাচন কর্মকর্তাকে আরও জানায়, নির্বাচনের কাজে নিযুক্ত বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মী ইচ্ছা করেই রাজ্যের বিভিন্ন জায়গায় টাঙানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে কালি লাগিয়ে দিচ্ছেন।
এ ধরনের কর্মকাণ্ডকে ক্রিমিনাল অফেন্স বা সন্ত্রাসমূলক কর্মকাণ্ড বলছেন বিজেপি নেতারা। কারণ তাদের দাবি, প্রধানমন্ত্রী কখনই কোনো দলের নন। তিনি দেশের সবার প্রধানমন্ত্রী। কাজেই যারা এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে দ্রুততার সাথে ব্যবস্থা নিতে হবে।
এর আগে রাজ্য নির্বাচন কর্মকর্তার কাছে নিজেদের নেতাদের ছবিতে কালি লাগিয়ে দেওয়াসহ একাধিক অভিযোগ জানান কংগ্রেস নেতারা। কিন্তু রাজ্য বিজেপির নেতারা বলছেন কংগ্রেস নেতাদের এমন সব অভিযোগের কোনো ভিত্তি নেই।
সোমবার মুখ্য নির্বাচন কর্মকর্তার অফিস থেকে বেরিয়ে ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, ১৮ জানুয়ারি জিরানিয়া এলাকায় প্রশসানের অনুমতি ছাড়ায় বাইক র্যালি করতে গিয়েছিল কংগ্রেস। তাতেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। সেদিনের ওই ঘটনার জন্য কংগ্রেসের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।