প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ২২:১৭
রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় শিব সেনার সঞ্জয়
ভারতের মহারাষ্ট্রভিত্তিক রাজনৈতিক দল শিব সেনার (উদ্ধব ঠাকরে) সংসদ সদস্য সঞ্জয় রাউত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো আন্দোলনে যোগ দিয়েছেন। সম্প্রতি জম্মু-কাশ্মীরের কাথুয়া জেলায় তিনি এ পদযাত্রায় যোগ দেন।
হিন্দুত্ববাদী শিব সেনার সঙ্গে একসময় ভারতের ক্ষমতাসীন বিজেপির ঘনিষ্ঠতা থাকলেও সম্প্রতি দলটি নানা ইস্যুতে কংগ্রেসকে সমর্থন দিয়ে যাচ্ছে। খবর এনডিটিভির।
এ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেন, কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা যাওয়াটা বড় ব্যাপার। মূলত পুরো জাতিকে এক করতে যাত্রার শুরু হওয়া উচিত ছিল কাশ্মীর থেকেই। এ কারণে তিনি শিব সেনার পক্ষ থেকে এ যাত্রায় অংশ নিয়েছেন। তাঁরা চান ভারতীয়রা যেন ঐক্যবদ্ধ থাকে। সঞ্জয় বলেন, বর্তমানে দেশের পরিবেশ-পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। রাহুল গান্ধী হলেন সেই নেতা যিনি সব ধরনের অসামঞ্জস্যতার বিরুদ্ধে কথা বলতে পারেন।
ভারতের সাধারণ মানুষ এ যাত্রার সঙ্গে যোগ দিচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিব সেনার এ নেতা বলেন, সারা ভারতের মানুষ এ যাত্রার সঙ্গে নিজেদের যুক্ত মনে করছে। তারা রাহুল গান্ধীকে সমর্থন জানাতে এগিয়ে আসছে এবং খুশি মনে এ যাত্রায় অংশ নিচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত জোড়ো যাত্রা জম্মুর কাথুয়া জেলার লক্ষ্মীপুরে পৌঁছায়। যাত্রার শেষ ধাপে জম্মু-কাশ্মীরে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, জম্মু-কাশ্মীরে এসে তাঁর অনেক ভালো লাগছে। আগামী ৩০ জানুয়ারি কাশ্মীরের শ্রীনগরে গিয়ে যাত্রা শেষ হবে। এরই মধ্যে ভারতশাসিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ, পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ওমর আব্দুল্লাহ, সিপিআই নেতা মুহাম্মদ ইউসুফ এ যাত্রায় যোগ দিয়েছেন।
গত বছরের ৭ সেপ্টেম্বর ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা শুরু হয়। এরই মধ্যে ভারতের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এ যাত্রা সম্পন্ন হয়েছে। কংগ্রেসের দাবি, সাম্প্রদায়িকতা, বেকারত্ব, বিদ্বেষ, মুদ্রাস্ম্ফীতি ও রাজনৈতিক মেরূকরণের বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধ করতে তাঁদের এ যাত্রা।