শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ২৩:৩২

রাশিয়া হারলেই পরমাণু যুদ্ধ: মেদভেদেভ

রাশিয়া হারলেই পরমাণু যুদ্ধ: মেদভেদেভ
অনলাইন ডেস্ক

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হার পারমাণবিক যুদ্ধ বাধিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে হুঁশিয়ার করে এ কথা বলেন ক্রেমলিনপ্রধান ভদ্মাদিমির পুতিনের ঘনিষ্ঠ এ মিত্র।

টেলিগ্রামে তিনি বলেন, প্রচলিত যুদ্ধে পারমাণবিক শক্তিধর কারও হার পরমাণু যুদ্ধ বাধিয়ে দিতে পারে। পারমাণবিক শক্তিধররা কখনোই তাদের ভাগ্য নির্ধারিত হয় এমন বড় কোনো যুদ্ধে হারেনি। রাশিয়ায় পুতিনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ।

ন্যাটো এবং আরও কিছু দেশের প্রতিরক্ষামন্ত্রীরা শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে ইউক্রেনে রাশিয়াকে হারানোর কৌশল ও কিয়েভকে সহায়তার বিষয় নিয়ে যে নীতি ঠিক করবেন, তার ঝুঁকির বিষয়টিও তাঁদের মাথায় রাখা দরকার বলে মন্তব্য করেছেন রুশ এ রাজনীতিক।

এদিকে কিয়েভে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৬ জনের মৃত্যুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের সময় কোনো দুর্ঘটনা ঘটে না। রাশিয়ার জড়িত থাকার দাবি করেনি ইউক্রেন। তবে জেলেনস্কি দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেছেন, এই বিয়োগাত্মক ঘটনাটি যুদ্ধের পরিণতি। রাশিয়ার নতুন আক্রমণের আগে দ্রুত আরও অস্ত্র পাঠাতে মিত্রদের অনুরোধ করেছেন তিনি। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেনে রুশ অভিযানের এক বছর পূর্তিকে সামনে রেখে জিনপিংকে লেখা এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা বলেন, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চিঠিটি চীনের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: এএফপি, আলজাজিরা ও রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়