প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ২৩:৩১
অতি ধনীদের ট্যাক্স বাড়ানোর দাবি কোটিপতিদের
বিশ্ব থেকে অর্থনৈতিক বৈষম্য দূর করতে অতি ধনীদের কর বাড়ানোর দাবি জানিয়েছেন অন্তত ২০০ কোটিপতি। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়া বড় বড় কোম্পানির প্রধান ও বিলিয়নিয়ারদের প্রতি তাঁদের বার্তা অতি ধনীদের ট্যাক্স বাড়াতে হবে। তাঁদের যুক্তি, অতি ধনীরা তাঁদের ন্যায্য অংশ পরিশোধ করছেন না। ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। এতে অতি ধনীরা আরও ধনী হচ্ছেন।
অভিনেতা মার্ক রাফালো এবং বহুজাতিক কোম্পানি ডিজনির উত্তরাধিকারী অ্যাবিগেল ডিজনিসহ অন্যরা এক বিবৃতিতে এই দাবি জানান।
অ্যাবিগেল ডিজনি এক বিবৃতিতে বলেছেন, অতি ধনীরা আমাদের বিশ্বকে জীবন্ত খেয়ে ফেলছে। এটি আমাদের গণতন্ত্রকে দুর্বল, অর্থনীতিকে অস্থিতিশীল এবং জলবায়ুকে ধ্বংস করছে।
এদিকে, বৃহস্পতিবার উচ্চ মূল্যস্ম্ফীতি, উচ্চ সুদের হারের কারণে শিল্প খাতে যে প্রভাব পড়েছে, তা বিস্তারিত তুলে ধরা হয়েছে।