শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ২৩:১১

দীর্ঘদিন পর ভালোভাবে ঘুমিয়েছি: জেসিন্ডা আর্ডেন

দীর্ঘদিন পর ভালোভাবে ঘুমিয়েছি: জেসিন্ডা আর্ডেন
অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন জেসিন্ডা আর্ডেন। ২০১৭ সাল থেকে দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।

পদত্যাগের ঘোষণার পর শুক্রবার নেপিয়ার বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের জেসিন্ডা বলেন, দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবার ভালোভাবে ঘুমাতে পেরেছি।

বৃহস্পতিবার তাঁর পদত্যাগের সিদ্ধান্ত সমর্থকদের পাশাপাশি সমালোচকদেরও হতভম্ব করেছে। খবর বিবিসির।

তিন সপ্তাহের মধ্যে পদত্যাগ করছেন- এ ঘোষণা দেওয়ার পর 'দুঃখবোধ' থেকে শুরু করে 'স্বস্তি'সহ নানান অনুভূতি খেলা করছে বলে জানান জেসিন্ডা। একইসঙ্গে নারীবিদ্বেষ ঘটিত কিছুর কারণে পদত্যাগের সিদ্ধান্ত- অনেকের এমন ইঙ্গিতও খারিজ করে দেন তিনি।

বিভিন্ন জনমত জরিপে অক্টোবরের নির্বাচনে জিতে ফের ক্ষমতায় আসতে তাঁর দল লেবার পার্টিকে কঠিন পথ পাড়ি দিতে হবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দলে তাঁর স্থলাভিষিক্ত হতে যারা আগ্রহী, তাঁদের কাউকে প্রকাশ্যে সমর্থন দেবেন না বলেও জানিয়েছেন জেসিন্ডা।

ঘোষণা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি দায়িত্ব ছাড়বেন জেসিন্ডা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়