প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ২৩:০২
পণ্যের দাম দ্বিগুণ হয়েছে আর্জেন্টিনায়
২০২২ সালে আর্জেন্টিানায় পণ্যের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এ সময় দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, গত বছর দেশটিতে ভোক্তা মূল্য বেড়েছে ৯৪ দশমিক ৮ শতাংশ। দক্ষিণ আমেরিকার দেশটিতে ১৯৯১ সালের পর এরকম মূল্যস্ফীতি আর দেখা যায়নি।
২০২২ সালে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক সুদের প্রধান হার ব্যাপকভাবে বাড়িয়েছে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেয় ব্যাংকটি।
গত বছরের ডিসেম্বরে মাসিকভিত্তিতে মূল্য বেড়ে পাঁচ দশমিক এক শতাংশে দাঁড়ায়। যদিও এটিকে ছোট সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ জুলাইতে এই হার ছিল সাত দশমিক চার শতাংশ।
রেস্তোরাঁ, হোটেল, অ্যালকোহলযুক্ত পানীয় ও তামাকসহ ক্ষেত্রগুলোতে ব্যয় বৃদ্ধির কারণে ডিসেম্বরে মূল্য বৃদ্ধি হয়। তাছাড়া বিশ্বের অন্যান্য দেশের মতোই জ্বালানিসহ বিভিন্ন পণে মূল্য বৃদ্ধি দেখেছে আর্জেন্টিনা।
এদিকে ডিসেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জন্য আরও ছয় বিলিয়ন ডলার বেইলআউটের অনুমোদন দিয়েছে।