শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০২:১৪

এনডিটিভির প্রেসিডেন্টসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগ

এনডিটিভির প্রেসিডেন্টসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদত্যাগ
অনলাইন ডেস্ক

ভারতের নিউ দিল্লি টেলিভিশন লিমিটেডের (এনডিটিভি) প্রেসিডেন্ট সুপর্না সিংসহ আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। সম্প্রতি এনডিটিভির বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ সম্প্রচার মাধ্যমটির প্রায় ৬৫ শতাংশ মালিকানা নিয়ন্ত্রণে নেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এমন ঘটনা ঘটলো।

সম্প্রতি ঊর্ধ্বতন নির্বাহীদের পদত্যাগের কথা জানিয়ে এনডিটিভি বলে, এখন নতুন কৌশল ও লক্ষ্য নির্ধারণে নতুন নেতৃত্ব নিয়ে আসতে যাচ্ছে কোম্পানি।

জানা যায়, আদানি গ্রুপের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরপরই সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে ভয়ে এনডিটিভির সাবেক নির্বাহী সম্পাদক রভিশ কুমারের নেতৃত্বে অনেক সাংবাদিকই প্রতিষ্ঠানটির চাকরি ছেড়ে দেন।

গত বছরের ডিসেম্বরে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে দুই প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের পদত্যাগের পর এনডিটিভির কৌশলবিষয়ক প্রধান কর্মকর্তা আরিজিৎ চট্টোপাধ্যায় এবং প্রযুক্তি ও পণ্য বিষয়ক প্রধান নির্বাহী কাওয়ালজিৎ সিংও দায়িত্ব ছেড়ে দেন।

পদত্যাগের আগে প্রণয় ও রাধিকা তাদের মালিকানার বেশিরভাই আদানি গ্রুপের কাছে বিক্রি করে দেন। এর মাধ্যমে মাত্র চার মাসের চেষ্টাতেই এনডিটিভির নিয়ন্ত্রণ চলে যায় ধনকুবের গৌতম আদানির কাছে।

এ সময়ের মধ্যে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা বলে এনডিটিভি ওই শেয়ার হস্তান্তর ঠেকাতে বেশ কয়েকবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়।

বিশ্বের শীর্ষ ধনী টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের পরেই গৌতম আদানির অবস্থান। বন্দর থেকে জ্বালানি কোথায় নেই ৬০ বছর বয়সী গৌতম আদানির ব্যবসা।

তার মালিকানাধীন আদানি গ্রুপের সাম্রাজ্য এখন আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশেও আদানির বড় বিনিয়োগ রয়েছে।

তাছাড়া, ভারতে তার সাতটি বড় কোম্পানি রয়েছে, যার বাজার মূলধন ২৩০ বিলিয়ন ডলার। এসব কোম্পানিতে প্রায় ২৩ হাজার কর্মী কাজ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়