শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ১৪:৫৯

সৌদিতে বৃষ্টি, ক্লাস চলবে অনলাইনে

সৌদিতে বৃষ্টি, ক্লাস চলবে অনলাইনে
অনলাইন ডেস্ক

সৌদিতে আরও বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রোববার সৌদি আরবের আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। সেকারণে স্কুলের সব ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। স্কুলের শিক্ষার্থীদের ক্লাস হবে ‘মাদ্রাসাটি প্ল্যাটফর্মে’।

দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টি ও তুষারপাতও হতে পারে। সৌদি গেজেটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) রোববার ঘোষণা দেয়, মঙ্গলবার পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মক্কা, মদিনা, উত্তর সীমান্ত, আল জুফ, তাবুক, হাইল, আল কাসিম, আল শারকিয়া, রিয়াদ ও আল বাহাতে মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এদিকে, আল লজ (জাবাল আল লজ), আলকান ও আল দাহার পর্বতসহ তাবুক অঞ্চলে তুষারপাতের আশঙ্কা আছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

অন্য একটি প্রতিবেদনে জেদ্দা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বাসিন্দাদের নিরাপদে থাকার ব্যাপারে কর্মকর্তাদের দেওয়া নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

যা আগে কখনো কল্পনাও করা যায়নি, ঠিক তাই ঘটছে সৌদিতে। ধূসর মরুভূমির বুকে হচ্ছে বৃষ্টি। শুধু তাই নয় েচোখে পড়ছে সবুজের সমারোহ। প্রকৃতি যেন ভরে গেছে গাছ, লতা-পাতায়। পশ্চিম সৌদি আরবে অর্থাৎ মক্কা-মদিনার পাহাড়-পর্বতের অবিশ্বাস্য-নজিরবিহীন এসব ছবি ধরা পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট ক্যামেরায়।

২০২২ সালের ডিসেম্বরের পর সৌদি আরবের কিছু জায়গায় বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। এর আগে কোনো বছরই এরকম ধারাবাহিক বৃষ্টি সেখানে দেখা যায়নি, বিশেষ করে দেশটির পশ্চিমাঞ্চলে।

সূত্র: খালিজ টাইমস, সৌদি গেজেট

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়