প্রকাশ : ১৫ মে ২০২২, ০৯:১০
যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ১০
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার (১৪ মে) বিকেলে নিউইয়র্কের বাফোলেতে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, এক বন্দুকধারী ওই সুপারমার্কেটে প্রবেশ করে হঠাৎ এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
হামলাকারী মাথায় হেলমেট পড়া ছিল বলে জানা গেছে। তবে হামলার কারণ এখনো জানা যায়নি।
আপাতত ওই এলাকায় না যেতে নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হুচুল।
সূত্র : সিএনএন ও বিবিসির