শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৫০

হার্লে ডেভিডসন বাইকে দুধ বিক্রি, ভিডিও ভাইরাল

হার্লে ডেভিডসন বাইকে দুধ বিক্রি, ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যম হচ্ছে অস্বাভাবিক ও অদ্ভুত ঘটনার উৎস। প্রত্যেকদিনই এই ধরনের ছবি বা ভিডিও পাওয়া যায়। মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। সম্প্রতি একটি ভিডিও শেয়ারিং মাধ্যমে এ ধরনের একটি ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। এতে দেখা যায়, ব্যয়বহুল মোটরবাইক হার্লে ডেভিডসনে করে দুধ বিক্রি করছেন একজন।

ভিডিওটি এখন পর্যন্ত ২৯ লাখের বেশি মানুষ দেখেছেন। ভিডিওটিতে দুই লাখের বেশি লাইক এসেছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি গান বাজছে যাতে দুধ বিতরণের কথাও উল্লেখ করা হয়েছে। মানুষজন বারবার এই ভিডিও দেখছেন। আর যতই দেখছেন ততই অবাক হচ্ছেন।

শুরুতে দেখা যাচ্ছে, যুবকটি তার হার্লে ডেভিডসন বাইকে বসে বাড়ি থেকে বের হচ্ছেন। বাইকে কয়েকটি দুধের ক্যান ঝুলছে। রাস্তায় এত দামি বাইকে দুধ বিতরণ করতে দেখে চোখ কপালে সবার। মন্তব্যে সবাই দুধওয়ালাকে ভালবাসায় সিক্ত করেছে। জানা গেছে, ভিডিওটি ভারতের উত্তরপ্রদেশের।

হার্লে ডেভিডসনের এই মডেলটির নাম স্ট্রিট ৫০০/৭৫০। এর এক্স-শোরুম দামই শুরু প্রায় ৪ লাখ রুপির আশেপাশে। অবশ্য এটি সেকেন্ড হ্যান্ডও হতে পারে। সেক্ষেত্রেও দুই থেকে আড়াই লাখ রুপি দাম হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়