শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০৭:৪৩

মমতার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার মামলা, শুনানি ১২ জানুয়ারি

মমতার বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার মামলা, শুনানি ১২ জানুয়ারি
অনলাইন ডেস্ক

জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে করা মামলার শুনানি আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন এ মামলার রায় হয়ে পারে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ডিসেম্বরে মুম্বাইয়ে গীতিকার জাবেদ আখতারের ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মমতা ব্যানার্জি। ওই অনুষ্ঠানে জাতীয় সংগীত গান তিনি। একপর্যায় মমতা জাতীয় সংগীত থামিয়ে মঞ্চ থেকে নেমে যান।

এ ঘটনায় মমতার বিরুদ্ধে থানায় জাতীয় সংগীত অবমাননার অভিযোগ করেন মুম্বাইয়ের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বিবেকানন্দ গুপ্ত।

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের মাঝগাঁও নগরদায়রা আদালতে একটি মামলা করা হয়। মামলার শুনানি আগামী ১২ জানুয়ারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়