রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০৭:৪৫

২০২২ সালের প্রিয় সিনেমা-বই-সংগীতের তালিকা প্রকাশ বারাক ওবামার

২০২২ সালের প্রিয় সিনেমা-বই-সংগীতের তালিকা প্রকাশ বারাক ওবামার
অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে পরপর দুইবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন বারাক ওবামা। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন তার সময়ের ভাইস-প্রেসিডেন্ট। সাবেক হলেও এখনো বিশ্বজুড়ে বিভিন্ন সময় আলোচনায় থাকছেন ওবামা। কারণ তার সম্পর্কে মানুষের আগ্রহ কমেনি। ২০২২ সালের প্রিয় সিনেমা, বই ও সংগীতের তালিকা প্রকাশ করেছেন তিনি।

টুইট বার্তায় বারাক ওবামা জানিয়েছেন, সব সময় প্রিয় বই, সিনেমা ও সংগীতের তালিকা প্রকাশ করি আমি। এই বছর পড়েছি ও উপভোগ করেছি এমন কিছু বইয়ের নাম এখানে রয়েছে। ২০২৩ সালে আমার কোন বইগুলো পড়া উচিত তা আমাকে জানান।

ওবামা তার প্রিয় বইয়ের মধ্যে জেসামিন চ্যানের ‘দ্য স্কুল ফর গুড মাদারস’ ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার ‘দ্য লাইট উই ক্যারি’ তালিকাভুক্ত করেছেন। তবে মিশেল ওবামার বইটির ক্ষেত্রে কিছুটা পক্ষপাতের কথা উল্লেখ করেছেন তিনি।

কয়েকটি টুইটের মাধ্যমে বারাক ওবামা যেসব সিনেমা, বই ও সংগীতের নামা উল্লেখ করেছেন তা তুলে ধরা হলো-

পছন্দের বই

‘দ্য লাইট উই ক্যারি’- মিশেল ওবামা, ‘সি অব ট্রানকুয়ালিটি’- এমিলি সেন্ট জন ম্যান্ডেল, ‘ট্রাস্ট’- হার্নান দিয়াজ, ‘দ্য রেভ্যুলিউশনারি’: স্যামুয়েল অ্যাডামস - স্টেসি শিফ, ‘দ্য ফুরোজ: অ্যা নোভেল’ - নামওয়ালি সার্পেল, ‘সাউথ টু আমেরিকা’- ইমানি পেরি, ‘দ্য স্কুল ফর গুড মাদারস’ - জেসামিন চ্যান, ‘ব্ল্যাক কেক’ - চারমাইন উইলকারসন, ‘ডাকস:টু ইয়ারস ইন দ্যা অয়েল স্যান্ডস’-কেট বিটন, ‘অ্যান ইমেনস ওয়ার্ল্ড: হাউ অ্যানিমল সেন্স রিভিল দ্য হিডেন রিলমস অ্যারাউন্ড আস’- এড ইয়ং, ‘লিভারেশন ডেই’ - জর্জ সন্ডার্স, ‘দ্য ক্যান্ডি হাউস’- জেনিফার এগান, ‘আফটারলাইভস’ - আব্দুলরাজাক গুরনাহ।

পছন্দের সিনেমা

‘দ্য ফ্যাবেলম্যানস’, ‘ডিসিশন টু লিভ’, ‘দ্য উইমেন কিং’, ‘আফটারসান’, ‘এমিলি দ্য ক্রিমিনাল’, ‘পিটাইট মামন’ ডিসিড্যান্ট, হ্যাপেনিং, টিল, অ্যাভরিথিং অ্যভরিহোয়্যার অ্যাট অনস’, ‘সব জায়গায় সব কিছু একবারে’, ‘টপ গান: ম্যাভেরিক’ ‘দ্য গুড বস’ ‘ হুইল অব ফরচুন ও ফ্যান্টাসি’ ‘অ্যা হিরো’, ‘হিট দ্য রোড’ ‘টার’, ‘আফটার ইয়ং’।

পছন্দের সংগীত

‘দ্য হার্ট পার্ট ৫’- কেন্ড্রিক লামার, ‘টিটি মি প্রিগেন্টু’- ব্যাড বাম, ‘পিওএফ’- আরি লেনক্স, ‘সামথিং ইন দ্য অরেঞ্জ’- জ্যাক ব্রায়ান, ‘লাস্ট লাস্ট’- বার্না বয়, ‘আমেরিকান টিনঅ্যাজার’ - এথেল কেইন, ‘মাই কাপে কমিউনিয়ন’ - ট্যাঙ্ক ও দ্য ব্যাঙ্গাস ফুট, ‘পুল আপ’- কফি, ‘সাওকো’ - রোজালিয়া, ‘রাশ’ - আয়রা স্টার, ‘ব্রেক মাই সোল’ - বিয়ন্স, ‘লাইফ ইজ গুড’ - স্ক্রিবজ রিলে, ‘দ্যাটস হোয়ার আই অ্যাম’ - ম্যাগি রজার্স, ‘ডোডিনিন’ - লায়লা ম্যাককালা, ‘সানশাইন’ - স্টিভ লেসি ফুট, ‘কাম ডাউন’ - রেমা, ‘প্রোবলেম উইথ ইট - প্লেইনস, ‘ফিলিংস ৪ ইউ; - জেভিয়ার ওমর, ‘বেলিজ’ - ডেঞ্জার মাউস ও ব্ল্যাক থট ফিট এমএফ ডুম, ‘তামাগোচি’- ওমর অ্যাপোলো, ‘হোম মেকার’ - সুদান আর্কাইভস, ‘হোয়ার আই গো’-, ‘শার্ট’ - এসজেডএ , ‘অ্যাবাউট ড্যাইম টাইম - লিজো, ‘রাউন্ড মিডনাইট’ - অ্যাডাম ব্ল্যাকস্টোন ও জ্যাজমিন সুলিভান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়