প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ১৭:০৪
পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণ, এক পুলিশ সদস্য নিহত
পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ইসলামাদের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল সোহেল জাফর চট্টা জানিয়েছেন, ইসলামাবাদে আই-১০/৪ এলাকায় শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে এক ব্যক্তি ও এক নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির পরপরই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নিহত পুলিশ সদস্যের নাম আদিল হুসেন। তিনি হেড কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।
তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: জিও নিউজ