প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০৫:৪৭
বন্দুকযুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ৪ সদস্য নিহত
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধ চলাকালে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) ইরানের রাষ্ট্রায়াত্ত বার্তাসংস্থা আইআরএনএ’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সীমান্তের কাছাকাছি সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান অঞ্চলে সন্ত্রাসী হামলায় ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অন্তত চার সদস্যরা নিহত হয়েছেন।
হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য না দিয়ে আইআরএনএ বলে, নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে হামলাকারীরা পাকিস্তানের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
এর আগে ওই এলাকায় মাদক চোরাচালান চক্রের পাশাপাশি বেলুচি সংখ্যালঘু ও সুন্নি সমর্থিত বিভিন্ন চরমপন্থী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।
ইরানের সবচেয়ে দরিদ্রতম অঞ্চলগুলোর একটি সারাভান ও এখানে বসবাস করে দেশটির সংখ্যালঘু সুন্নি সমর্থিত বেলুচি সম্প্রদায়ের লোকজন। সম্প্রতি মাশা আমিনির মৃত্যু কেন্দ্র করে সরকার বিরোধী আন্দোলনে এ সম্প্রদায়ের সদস্যরাও অংশ নেন।
দেশটিতে জনসম্মুখে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পর্দা পালনের নিয়ম রয়েছে। এসব বিধি তদারক করার জন্য রয়েছে দেশটির নৈতিক পুলিশ।
নৈতিক পুলিশের একটি দল এ বছরের ১৩ সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরান থেকে ২২ বছর বয়সী মাশা আমিনিকে আটক করে। আমিনি তার পরিবারের সঙ্গে তেহরানে ঘুরতে গিয়েছিলেন।
আটকের পর মাশা আমিনি থানায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে ইরানজুড়ে ব্যাপক আন্দোলন শুরু হয়।
বিক্ষোভে অংশ নেন দেশটির তরুণ-তরুণীরা। দেশটিতে এ পর্যন্ত সহিংসতায় প্রাণ গেছে কয়েকশ জনের। ইরান সরকারের দাবি, এ বিক্ষোভে বড় ধরনের উসকানি দিয়ে আসছে পশ্চিমারা।
সূত্র : আল জাজিরা