প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০৬:০৬
শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৩
ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠানে পদদলিত হয়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (১৪ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলে পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙ্গালে এক খেলার মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, ভারতীয় জনতা পার্টির শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণ করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে প্রথমে অল্পকিছু কম্বল বিতরণ করেন শুভেন্দু অধিকারী। তারপর তিনি চলে গেলে কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এসময় পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে দুইজন নারী ও এক শিশু রয়েছেন।
আসানসোলের পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, শিবচর্চা নামে এক অনুষ্ঠানে কম্বল নেওয়াকে কেন্দ্র করে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। কীভাবে এসব হলো তা তদন্ত করে জানানো হবে। তবে ওই অনুষ্ঠানে পুলিশের পারমিশন ছিল না।
বিজেপি নেতা আসানসোলের সাবেক মেয়র জিতেন্দ্র তেয়ারি বলেন, এ অনুষ্ঠানের জন্য পুলিশকে সবকিছু জানানো হয়েছিল। কিন্তু পুলিশ আমাদের কোনো পারমিশন দেয়নি। খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। যাদের সঙ্গে এ ঘটনা ঘটেছে আমাদের কাজ এখন তাদের পাশে দাঁড়ানো।