রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ১২:৩৬

রাশিয়ার ওপর পারমাণবিক হামলা করলে ধ্বংস করে দেওয়া হবে: পুতিন

রাশিয়ার ওপর পারমাণবিক হামলা করলে ধ্বংস করে দেওয়া হবে: পুতিন
অনলাইন ডেস্ক

যদি কোনো দেশ রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালায় তাহলে সেটিকে ধ্বসং করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল-জাজিরার।

পুতিন জানিয়েছেন, প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করার আদেশ রাশিয়ার আইনে নেই। তবে কেউ যদিও আগে হামলা চালায় তাহলে রাশিয়া এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

পুতিন বলেন, ইউক্রেনে যুদ্ধ করার জন্য আর অতিরিক্ত সেনার দরকার নেই। কারণ সম্প্রতি যোগ দেওয়া দেড় লাখ যোদ্ধাদের এখনো ফ্রন্ট লাইনে মোতায়েন করা হয়নি।

এদিকে দুবারের অলিম্পিক সোনাজয়ী মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনারকে মুক্তি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৮ নভেম্বর) তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

সম্প্রতি বন্দি প্রত্যার্পণ চুক্তির মাধ্যমে ব্রিটনিকে মুক্তি দেওয়া হবে বলে আগেই জানিয়েছিল রাশিয়া। অবশেষে ১০ মাস পরে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করলো মস্কো।

অন্যদিকে, একই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রও মুক্তি দিয়েছে রুশ অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকে। এরই মধ্যে বাউটও মস্কোয় পৌঁছে গেছেন। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বিমানবন্দরে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়