প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ০৭:২২
বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মনদৌস
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে মনদৌস নামের ঘূর্ণিঝড়। ফলে দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় মনদৌসের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও।
কলকাতা আলিপুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়াতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।
তাছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ বিষয়ে বৈঠক করেছে। বৈঠকে বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড় মনদৌস সংক্রান্ত প্রস্তুতির পর্যালোচনা করা হয়।
বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাব ভারতের বিভিন্ন রাজ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশটির পূর্ব-উপকূলীয় অংশে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব অংশে বুধবার সন্ধ্যার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
এই নিন্মচাপ পশ্চিম-উত্তরের দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে।