রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ২১:৩৬

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১০

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১০
অনলাইন ডেস্ক

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে আগুন লেগে ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

বৃহস্পতিবার রাতে আঞ্চলিক রাজধানী উরুমকিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যেখানে সন্ধ্যার পর তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। আগুন নেভাতে প্রায় তিন ঘণ্টা লেগেছে।

স্থানীয় সরকারের পক্ষ থেকে জানানও হয়, আহতদের সবাই আশঙ্কামুক্ত বলে মনে করা হচ্ছে এবং আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মধ্য চীনের একটি শিল্প বাণিজ্য কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮ জন মারা যাওয়ার কয়েক দিন পরই এ দুর্ঘটনা ঘটল। আনিয়াং শহরে ওই আগুন লাগার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সূত্র : এপি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়