প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ০০:১৪
মালয়েশিয়ার প্লেন ভূপাতিত: ২ রুশ, ১ ইউক্রেনীয় নাগরিকের যাবজ্জীবন
২০১৪ সালে মালয়েশিয়ার এয়ারলাইনসের একটি প্লেন ইউক্রেনের পূর্বাঞ্চলে ভূপাতিত করা হয়। এতে ওই প্লেনে থাকা ২৯৮ জন নিহত হন। বুধবার (১৭ নভেম্বর) এ ঘটনায় দুইজন রাশিয়ান ও একজন ইউক্রেনীয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একটি ডাচ আদালত। খবর সিএনএনের।
ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী লিওনিড খারচেনকোর পাশাপাশি রাশিয়ার সাবেক ফেডারেল নিরাপত্তা সার্ভিসের কর্নেল ইগর গিরকিন ও রুশ সামরিক গোয়েন্দা সংস্থার সের্গেই দুবিনস্কিকে দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়েছে।
এদিকে চতুর্থ সন্দেহভাজন রুশ সেনাবাহিনীর সাবেক সদস্য ওলেগ পুলাটভকে খালাস দেওয়া হয়েছে।
যদিও ২০২০ সালের মার্চে শুরু হওয়া বিচারে আসামিদের কেউই হাজির হননি। তাই খুব শগগিরই তারা কোনো সাজা ভোগ করবে এমন সম্ভাবনা নেই। আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিলেন প্রসিকিউটররা। তবে প্রসিকিউটর ও দোষীদের আপিল করার জন্য দুই সপ্তাহ সময় রয়েছে।
২০১৪ সালের ১৭ জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। আমস্টারডাম থেকে কুয়ালালামপুরে যাচ্ছিল বিমানটি। ইউক্রেনের ওপর দিয়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২৯৮ জনের সবাই নিহত হন।