রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ০০:৫৪

চারতলা থেকে ফেলে প্রেমিকাকে হত্যা

চারতলা থেকে ফেলে প্রেমিকাকে হত্যা
অনলাইন ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশে আবারও ভয়াবহ হত্যার ঘটনা ঘটেছে। সেখানে চারতলা থেকে এক প্রেমিকাকে ফেলে দিয়ে হত্যা করেছে তার প্রেমিক। বুধবার (১৬ নভেম্বর) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, একটি ভবনের চারতলা থেকে ফেলে দেওয়ার পর মারাত্মকভাবে আহত হন ওই প্রেমিকা। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

লখনৌর এডিসিপি চিরঞ্জীবনাথ সিনহা বলেছেন, এক ব্যক্তির সঙ্গে তর্কাতর্কির পর তরুণী চারতলা থেকে পড়ে মারা গেছেন। এই ব্যাপারে পরিবারের বক্তব্য নেওয়া হয়েছে। তদন্ত চলমান।

প্রতিবেদনে বলা হয়, নিতা গুপ্তা নামের ওই তরুণীর সুফিয়ান নামের একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেখানের পুলিশ এরই মধ্যে সুফিয়ানের নামে কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে।

কয়েকদিন আগে উত্তরপ্রদেশে ২৫ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর এক অফিসের কাছে তার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ শেহজাদ নামের ৩৬ বছর বয়সী একজনকে গ্রেফতার করে।

শনিবার (১২ নভেম্বর) পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তি এরই মধ্যে অপরাধ স্বীকার করেছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়