প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ০০:৪৫
ডেনিশ টেলিভিশনের কাছে ক্ষমা চাইলো কাতার ফুটবল বিশ্বকাপের আয়োজকরা
ডেনমার্কের একটি টেলিভিশনের কাছে ক্ষমা চেয়েছে কাতার ফুটবল বিশ্বকাপের আয়োজকরা। জানা গেছে, টেলিভিশনটি দোহার একটি রাস্তা থেকে সরাসরি সম্প্রচার করছিল। এমন সময় কাতারের নিরাপত্তাকর্মীরা সম্প্রচার বাধাগ্রস্ত করে ও ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম ভেঙে ফেলার হুমকি দেন। খবর এপির।
এ ঘটনার পরই কাতার ফুটবল বিশ্বকাপের ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির সুপ্রিম কমিটি এক বিবৃতিতে স্বীকার করে জানায়, টিভি২ চ্যানেলের সাংবাদিকরা ‘ভুলবশত বাধাগ্রস্ত হয়েছিলেন’।
আয়োজকরা বলেন, ওই সাংবাদিকদের বৈধ কাগজপত্র ও চিত্রগ্রহণের অনুমতির বিষয়টি যাচাই-বাছাই শেষে ক্ষমা চাওয়া হয়েছে। যদিও এরই মধ্যে ওই চ্যানেলটির সাংবাদিকরা কার্যক্রম শুরু করেছেন।
প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক রাসমুস ট্যানথোল্ড ডেনমার্কে নিউজ অ্যাঙ্কারের সঙ্গে লাইভ কথা বলছিলেন। তখন তিনজন লোক তার পিছন থেকে ক্যামেরার লেন্স ব্লক করার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনা ঘটে।
কাতারের আয়োজকরা জানিয়েছেন, এ বিষয়ে রাসমুস ট্যানথোল্ডের সঙ্গে কথা বলা হয়েছে। তাছাড়া বিশ্বকাপকে কেন্দ্র করে যেসব জায়গায় ছবি তোলার অনুমতি রয়েছে সেখানে যেনো কোনো বাধা দেওয়া না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে ফুটবল বিশ্বকাপের ট্রফি এরই মধ্যে কাতারে পৌঁছেছে। বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চল ঘুরিয়ে রোববার (১৩ নভেম্বর) আসল ট্রফি আয়োজক দেশটিতে নেওয়া হয়। ২০ নভেম্বর শুরু হতে যাচ্ছে বৈশ্বিক সবচেয়ে বড় এই আয়োজন।