রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০২:০৪

র‌্যাগিংয়ের দায়ে ১০ কলেজশিক্ষার্থী বহিষ্কার

র‌্যাগিংয়ের দায়ে ১০ কলেজশিক্ষার্থী বহিষ্কার
অনলাইন ডেস্ক

র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে দশ কলেজশিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, অভিযুক্তরা আন্ডার গ্রাজুয়েটের এক শিক্ষার্থীকে হোস্টেল রুমে শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কিত একটি ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। স্থানীয় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও র‌্যাগিংয়ের মামলা দায়ের করেছে।

সম্প্রতি পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। তাছাড়া এ ঘটনায় জড়িত সব শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় ১৯ বছর বয়সী ভুক্তভোগী ও তার বান্ধবীকে কেন্দ্রে করে। প্রথম দিকে তারা ভালো বন্ধু ছিল। তবে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে সম্পর্কে ফাঁটল ধরে। পরে এই ঘটনা অন্য বন্ধুদের জানান ওই বান্ধবী।

ভুক্তভোগী শিক্ষার্থী পুলিশকে জানিয়েছেন, তারা আমার পেটে ঘুষি মারার পাশাপাশি সংবেদনশীল জায়গা স্পর্শ করে। তাছাড়া আমাকে ক্যামিকেল ও পাউডার খেতে বাধ্য করে। তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী যৌন হায়রানিরও চেষ্টা করে। এই পুরো ঘটনাই মোবাইল ফোনে ধারণ করেন কিছু অভিযুক্ত শিক্ষার্থী।

স্থানীয় পুলিশ কমিশনার বলেন, ভুক্তভোগী এ সম্পর্কে আমাদের কিছু জানায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ইমেইলে অভিযোগ পেয়ে আমরা তথ্য সংগ্রহ ও মামলা করি।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাপারটি সামনে আসার পরেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ এ ক্ষেত্রে সব সময় শূন্য সহনশীল নীতি অবলম্বন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়