রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ২৩:০৬

ইউক্রেন যুদ্ধে ২ লাখ সেনা হতাহত হয়েছে: যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে ২ লাখ সেনা হতাহত হয়েছে: যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধে প্রায় দুই লাখ সেনা হতাহত হয়েছে। এমন চমকে দেয়া তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রে শীর্ষ একজন সামরিক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেছেন, যুদ্ধে প্রায় এক লাখ রুশ সেনা নিহত বা আহত হয়েছে। সমান সংখ্যক ইউক্রেনীয় সেনাও নিহত বা আহত হয়েছে বলেও জানান যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।

এই যুদ্ধে প্রায় ৪০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। খবর বিবিসি’র। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর সর্বোচ্চ হতাহতের এই সংখ্যার কথা জানালেন কোনো একজন পশ্চিমা কর্মকর্তা।

জেনারেল মার্ক মিলি বলেন, শীত আসার আগে যুদ্ধ-সংঘাত বন্ধের ব্যাপারে রাশিয়া-ইউক্রেনের ভাবতে হবে। হতাহের সংখ্যা যেভাবে বাড়ছে, উভয়পক্ষকে বিষয়টি ভাবাতে পারে। প্রচণ্ড শীতে যুদ্ধে ধীর গতির লড়াই হয়। যুদ্ধ বন্ধে করণীয় নিয়ে মস্কো-কিয়েভের আলোচনা করা উচিত।

গত সেপ্টেম্বরে ইউক্রেন যুদ্ধে নিজেদের ৫ হাজার ৯৩৭ সেনার হতাহতের কথা জানিয়েছিল মস্কো। তবে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু অনেক বেশি মৃত্যুর বিষয়টি অস্বীকার করেন। জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর প্রায় ৮০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে শরণার্থী হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়