রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ২২:৫৬

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন জিনপিং

সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন জিনপিং
অনলাইন ডেস্ক

চীনের সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। কেন্দ্রীয় সামরিক কমান্ড (সিএমসি) ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমান্ডের যৌথ কার্যক্রম পরিদর্শনের সময় সেনাবাহিনীকে এমন নির্দেশ দেন তিনি।

চীনের কমিউনিস্টি পার্টির একজন মুখপাত্র এ খবর জানিয়েছে। বুধবার (৯ নভেম্বর) পিপলস ডেইলি পত্রিকায় প্রকাশিত ছবিতে দেখা যায়, শি জিনপিং সামরিক পোশাকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন। খবর দ্য গার্ডিয়ান’র।

চীনা প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের প্রস্তুতির জন্য সেনাবাহিনীকে অবশ্যই ব্যাপকভাবে মনোনিবেশ করতে হবে। আপনাদের সব শক্তি লড়াইয়ে মনোনিবেশ করুন, কঠোর পরিশ্রম করুন এবং বিজয়ের জন্য সক্ষমতা বাড়ান।

তিনি আরও বলেন, চীনের জাতীয় নিরাপত্তা ক্রমবর্ধমান হুমকি এবং অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে। চীনের সামরিক বাহিনীর যে লক্ষ্য সে কাজগুলো এখন কঠিন হয়ে গেছে। সেনাবাহিনীকে অবশ্যই জাতীয় সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে দৃঢ়ভাবে রক্ষা করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়