প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ২২:৩৫
প্রতিশোধ নিলে সৌদি রাজপ্রাসাদ ভেঙে পড়বে: ইরান
শত্রুতাপূর্ণ আচরণ করছে জানিয়ে সৌদি আরবকে কড়া ভাষায় হুমকি দিয়েছে ইরান। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মন্ত্রী ইসমাইল খাতিব সৌদি আরবের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘ইরান তার ধৈর্য বজায় রাখবে, এর কোনো নিশ্চয়তা নেই।’
ইসমাইল খাতিব বলেন, ‘ইরান এখন পর্যন্ত যৌক্তিকতার সঙ্গে ধৈর্য ধরে রেখেছে। কিন্তু এই নিশ্চয়তা দেওয়া যায় না যে, রিয়াদ যদি শত্রুতা অব্যাহত রাখে, তাহলে এ ধৈর্য অটুট থাকবে। যদি ইরান প্রতিশোধ নেওয়া ও শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে গ্লাসের প্রাসাদগুলো (সৌদি রাজপরিবারের প্রাসাদ) ভেঙে পড়বে এবং এ দেশগুলোতে আর কখনো স্থিতিশীলতা বজায় থাকবে না।’
সম্প্রতি ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানজুড়ে প্রচণ্ড বিক্ষোভ হয়েছে। ইসমাইল খাতিব দাবি করেছেন, এই বিক্ষোভ সৃষ্টি করেছে ইসরায়েল, ছড়িয়েছে যুক্তরাজ্য আর অর্থায়ন করেছে সৌদি আরব। এ কারণে সৌদিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।