প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২, ২২:২৭
খেরসন সিটি থেকে সেনা প্রত্যাহার করল রাশিয়া
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ খেরসনের রাজধানী খেরসন সিটি থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর অল্প কিছুদিনের মধ্যেই খেরসনের দখল নিয়েছিল রুশ বাহিনী।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর কমান্ডার জেনারেল সের্গেই সুরোভিকিন বুধবার বাহিনীর এক বৈঠকে বলেন, পর্যাপ্ত রসদ ও জনবলের অভাবে বর্তমানে খেরসন সিটিতে সেনা মোতায়েন রাখা আর সম্ভব হচ্ছে না।
বিবিসির প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, ইউক্রেন বাহিনীর প্রতিরোধের মুখে টিকতে না পেরে সেনা প্রত্যাহার করে নিচ্ছে রাশিয়া।
খেরসন সিটি থেকে সেনা প্রত্যাহারের অর্থ— ইউক্রেনের প্রধান নদী দানিপ্রোর পশ্চিমাঞ্চল থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নিয়েছে রুশ বাহিনী।
তবে রুশ বাহিনীর এই পদক্ষেপ তাদের রণকৌশল পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। কারণ বুধবারের বৈঠকে জেনারেল সুরোভিকিন বলেছেন, ‘এই পরিস্থিতিতে আমার মতে সবচেয়ে বিচক্ষণ ও আদর্শ বিকল্প হলো, দানিপ্রো নদী ও তার যেসব এলাকা এখনও রুশ বাহিনীর দখলে রয়েছে, সেসব এলাকায় নতুন করে সেনাদের সংগঠিত করা।’