প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২, ০২:২৪
ইমরান খানকে হত্যাচেষ্টার মামলা নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যাচেষ্টা মামলা নিতে পাঞ্জাবের আইজি ফয়সাল শাহকারকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। সোমবার (৭ নভেম্বর) প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ মামলা নথিভুক্ত করার কথা বলা হয়েছে।
ইসলামাবাদ অভিমুখে লং মার্চ নিয়ে সরকারের, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার আবেদনের শুনানিকালে সুপ্রিম কোর্ট এ আদেশ দেন।
সোমবার শুনানির শুরতেই বিচারপতি বান্দিয়াল, ইমরান খানের ওপর হামলার নিন্দা জানান। একই সঙ্গে তার আইনজীবী সালমান আকরাম রাজাকে জিজ্ঞাসা করেন এখনও এফআইআর নথিভুক্ত করা হয়েছে কিনা।
এসময় ইমরান খানের আইনজীবী বলেন, ‘আমি এ ব্যাপারে অবগত নই। যতটুকু জানি এফআইআর করার পদক্ষেপ নেওয়া হয়েছিল, তবে আমার মনে হয় সেটি এখনও নথিভুক্ত হয়নি।
বিচারপতি বান্দিয়াল বলেন, পুলিশ তদন্ত শুরু না করলে ঘটনাস্থল থেকে আলামত নষ্ট হয়ে যাওয়ার কথা। এভাবে তথ্য প্রমাণ নিলে মামলাটি বিতর্কিত হবে এবং এটি গ্রহণযোগ্য হবে না।
এসময় বিচারপতি জানতে চান পাঞ্জাব পুলিশের কে আছেন। এসময় সেখানে হাজির হন আইজি শাহকার।
এসময় বিচারপতি আরও মন্তব্য করেন, ‘আমি আন্তর্জাতিক পর্যায়ে আপনার অর্জনের কথা শুনেছি, এফআইআর নথিভুক্ত করুন এবং এটি সম্পর্কে আমাদের জানান। তিনি প্রদেশের শীর্ষ পুলিশ কর্তাদের কাজ চালিয়ে যাওয়ারও নির্দেশ দেন। এসময় তিনি আরও বলেন এতে কেউ হস্তক্ষেপ করলে তা আদালত বুঝবে।
সর্বোচ্চ আদালতের বিচারপতি পাঞ্জাব পুলিশ প্রধানকে, একজন সৎ পুলিশ কর্মকর্তাকে ইমরান খানকে হত্যাচেষ্টা মামলার তদন্তের দায়িত্ব দেওয়ার নির্দেশও দেন।
এসময় তিনি আরও বলেন, ‘আমরা আপনার পদত্যাগপত্র দেখেছি। আদালত আপনাকে আশ্বস্ত করছে আইন অনুযায়ী আপনার গৃহীত পদক্ষেপে কেউ হস্তক্ষেপ করবে না’।
এসময় আইজি শাহকারও আদালতকে জানান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহির এ মামলা নথিভুক্ত করা নিয়ে কিছু আপত্তি ছিল। শাহকার বলেন, ‘মামলা নথিভুক্ত করার কিছু রাজনৈতিক দিক আছে, কিন্তু পুলিশেরও দায়িত্ব আছে’।
বিচারপতি বান্দিয়াল এসময় পাঞ্জাব পুলিশ প্রধানকে আইন অনুযায়ী কাজ করে যাওয়ার কথা বলেন। তিনি আরও বলেন, যদি এফআইআর করতে দেরি হয় তবে তারা ফৌজদারি বিচার ব্যবস্থায় মামলাটি গ্রহণ করবে।
তিনি আরও বলেন, মূখ্যমন্ত্রী পুলিশের নথিভুক্ত করা নিয়ে আপত্তি করতে পারেন না। ‘আপাতত, আমরা স্বতঃপ্রণোদিত নোটিশ নিচ্ছি না কিন্তু যদি ২৪ ঘন্টার মধ্যে এফআইআর নথিভুক্ত না হয় তবে আমরা তা নেবো।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র লং মার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় তিনি ছাড়া আরও অন্তত ৭ জন পিটিআই নেতা আহত হয়েছেন।
সূত্র: জিও নিউজ