রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ০১:৩৮

মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী পালন ইরানে

মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী পালন ইরানে
অনলাইন ডেস্ক

মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী পালন করা হয়েছে ইরানে। শুক্রবার (৪ নভেম্বর) সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবস হিসেবে দিনটি স্মরণ করে দেশটি। ১৯৭৯ সালের এ দিনে তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস নিয়ন্ত্রণে নিয়েছিলেন ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল বিপ্লবী ছাত্র।

এ ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রতি বছরই ফার্সি ১৩ অবন বা ৪ নভেম্বর সাম্রাজ্যবাদবিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে নামে। রাজধানী তেহরানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলকারীরা সাবেক মার্কিন দূতাবাসের আশপাশের সড়কগুলোকে জড়ো হন।

এ উপলক্ষে তেহরান সিটি করপোরেশন মিছিলকারীদের সড়কগুলো চিহ্নিত করে দিয়েছিল। ইরানের স্থানীয় সময় সকাল ৯টায় মিছিল শুরু হয় ও দুপুর নাগাদ সাবেক মার্কিন দূতাবাসের আশপাশের সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মিছিলকারীরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন ও মার্কিন পতাকায় অগ্নিসংযোগ করেন।

তেহরানে সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় দিবসের মূল কর্মসূচি পালিত হয় সাবেক মার্কিন দূতাবাস ভবনের সামনে। সেখানে বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অটল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সূত্র: প্রেসটিভি, পার্সটুডে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়