রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২, ২৩:২৮

মিয়ানমারে সু চির দলের রাজনীতিবিদের ১৭৩ বছর কারাদণ্ড

মিয়ানমারে সু চির দলের রাজনীতিবিদের ১৭৩ বছর কারাদণ্ড
অনলাইন ডেস্ক

জান্তাশাসিত মিয়ানমারের একটি আদালত একজন রাজনীতিবিদকে বেশ কয়েকটি মামলায় ১৪৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। তিনি অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতা ও সাবেক সংসদ সদস্য ছিলেন। জানা গেছে, ৫২ বছর বয়সী রাজনীতিবিদ উইন মিন্ট হ্লাইংকে আগেও কয়েকটি মামলায় সাজা দেওয়া হয়েছে। সব মিলিয়ে তাকে এখন ১৭৩ বছর কারাদণ্ড দেওয়া হলো।

সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গত সোমবার উইন মিন্ট হ্লাইংয়ের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। এর আগে সু চির দলের কোনো নেতাকে এই রকম দীর্ঘমেয়াদি সাজা দেয়নি মিয়ানমারের আদালত। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চিকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে।

মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন থেকে প্রায় ৪৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত ম্যাগওয়ে জেলার আদালত উইন মিন্ট হ্লাইংকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আটটি অপরাধে দোষী সাব্যস্ত করে ও তাকে ১৪৮ বছরের কারাদণ্ড দেয়।

তছাড়া চলতি বছরের মার্চ, এপ্রিল ও জুনে পাঁচ অপরাধে জড়িত থাকার প্রমাণ পায়। এতে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী বেসামরিক সরকারকে উৎখাতের পর সু চির বিরুদ্ধে ফৌজদারি অপরাধে অন্তত ২০টি মামলা করে। এর আগে দেশদ্রোহীতা, দুর্নীতিসহ আরও বেশ কয়েকটি অভিযোগে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় মিয়ানমারের সামরিক আদালত।

এদিকে জান্তা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। তবে কঠোর হাতে বিক্ষোভ দমন করছে সামরিক বাহিনী। এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৫শ মানুষ নিহত হয়েছে এবং আটক হয়েছে আরও ১২ হাজার ৫শ মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়