রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ২৩:৪৮

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার মিসাইল বর্ষণ

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার মিসাইল বর্ষণ
অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে মিসাইল বর্ষণ করেছে রাশিয়া। সম্প্রতি কৃষ্ণসাগরে রুশ নৌবহরে হামলার জন্য ইউক্রেনকে দায়ী ও শস্যচুক্তি বাতিলের পর সোমবার এ হামলা চালালো রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাশিয়া সরাসরি যুদ্ধক্ষেত্রে না লড়ে, আমাদের অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অবকাঠামোগুলোতে মিসাইল হামলা চালাচ্ছে। তারা আমাদের সেনাবাহিনীর সঙ্গে না যুদ্ধ করে নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।

দিমিত্র কুলেবা বলেন, রাশিয়ার কাছে এখনো অসংখ্য মিসাইল আছে ও তারা ইউক্রেনকে ধ্বংস করতে চায় বলেই এমন হামলা চালাচ্ছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেন, কিয়েভ ও অন্যান্য শহরের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে হামলা চালানোর ফলে বিদ্যুৎ ও পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। রাশিয়া আসলে শান্তি প্রতিষ্ঠা ও বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আগ্রহী নয়। তাদের লক্ষ্যই হলো- ধ্বংস ও মৃত্যু ঘটানো।

এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো। তবে ধারণা করা হচ্ছে, রোববার ক্রিমিয়ার সেভাস্তপোল বন্দরের কাছাকাছি ‍রুশ নৌবহরে ১৬টি ড্রোন ছোড়ার দায় ইউক্রেনের ওপর চাপায় রাশিয়া। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই এমন মিসাইল বর্ষণ করেছে তারা।

রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম খাদ্যশস্য রপ্তানিকারক দুটি দেশ। খাদ্যশস্য রপ্তানিতে এ দুই দেশের মধ্যকার দ্বন্দ্বে এ বছরের প্রথম দিকে সারাবিশ্বে খাদ্যসংকট দেখা দেয়। অনেকের মতে, যুদ্ধ চলমান থাকলে ও ইরোপের সঙ্গে রাশিয়ার সম্পর্কে এমন অবনতি ঘটতে থাকলে খুব শিগগির সারাবিশ্বে মহামন্দা দেখা দেবে।

এ বছরের ২৬ সেপ্টেম্বর রাশিয়া ও ক্রিমিয়াকে সংযুক্তকারী কার্চ সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটার পরই ইউক্রেনে হামলার তীব্রতা বাড়ায় রাশিয়া।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়