প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২, ০০:৫৫
ডলারের আধিপত্য চূর্ণ করতে পারে রাশিয়া-চীন
রাশিয়া ও চীনের মধ্যে জাতীয় মুদ্রায় বাণিজ্যের স্থানান্তর ডলারের বৈশ্বিক আধিপত্যকে চূর্ণ করতে পারে। চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে এক সম্মেলনে অংশ নিয়ে রাশিয়ায় নিযুক্ত চীনের চার্জ ডি-অ্যাফেয়ার্স সান উইডং এ কথা বলেন। রোববার (৩০ অক্টোবর) রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সান উইডং বলেন, চীন ও রাশিয়ার মধ্যে বিদ্যমান অংশীদারত্ব ও দীর্ঘমেয়াদি বাণিজ্য সম্পর্কের মজবুত ভিত্তি তৈরি করেছে, যা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কও নাটকীয়ভাবে বেড়েছে। বিশেষ করে জ্বালানি ও কৃষি ক্ষেত্রে।
চীনের এই কূটনীতিক বলেন, জ্বালানি সহযোগিতা দুই দেশের মধ্যে সম্পর্কে বিশেষ ভূমিকা পালন করছে। পাশাপাশি রাশিয়ার কৃষিপণ্য ও সামুদ্রিক মাছও চীনের বাজারে প্রবেশ করছে। পারমাণবিক শক্তি, প্লেন তৈরি, রকেট ইঞ্জিন, স্যাটেলাইট নেভিগেশনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো বাণিজ্যের ক্ষেত্রে নিজস্ব মুদ্রা ব্যবহার করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন ডলার-ইউরোর বিপরীতে রাশিয়া ও তার অংশিদাররা জাতীয় মুদ্রা ব্যবহার করছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য বেড়ে ১৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বার্ষিকভিত্তিতে ৩০ শতাংশের বেশি।