প্রকাশ : ১২ মে ২০২২, ১০:১৫
শ্রীলঙ্কায় সেনা পাঠানোর খবর অস্বীকার ভারতের
শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলন মারাত্মক সহিংসতায় রূপ নিয়েছে। এরই মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় ভারতের সেনা পাঠানোর ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে এই ধরনের খবর উড়িয়ে দিয়েছে। খবর এনটিভির।
ভারতীয় হাইকমিশন পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, শ্রীলঙ্কার গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতি সম্পূর্ণ সমর্থন রয়েছে ভারতের।
বিবৃতিতে আরও বলা হয়, হাইকমিশন সুস্পষ্টভাবে শ্রীলঙ্কায় ভারতের সেনা পাঠানোর বিষয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অনুমানমূলক প্রতিবেদন অস্বীকার করছে। কারণ এগুলো ভারত সরকারের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র গতকাল স্পষ্টভাবে বলেছেন, শ্রীলঙ্কার গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতি সম্পূর্ণ সমর্থন রয়েছে ভারতের।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছিল যে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার পরিবারের সদস্যরা ভারতে পালিয়ে গিয়েছেন। সেই দাবি ও জল্পনাগুলোকেও ভুয়া ও নির্লজ্জভাবে মিথ্যা হিসেবে অভিহিত করে ভারতীয় মিশন।