রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ০১:৩১

দর কষাকষির জন্য ইউক্রেনীয়দেরকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

দর কষাকষির জন্য ইউক্রেনীয়দেরকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক

ইউক্রেনীয়দের জীবন ওয়াশিংটনের দুর্দান্ত খেলায় একটি দর কষাকষির বস্তু হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক রুশ প্রেসিডেন্টে দিমিত্রি মেদভেদেভ।

সম্প্রতি মেদভেদেভ তার টেলিগ্রাম চ্যানেলে এসব কথা বলেন। খবর ইউনি শাফাকের।

তিনি সতর্ক করে বলেন, রাশিয়ানরা যারা সংঘাতে নিহত হয়েছিল তাদের হয় যুদ্ধে বা ‘অন্য কোনো উপায়ে প্রতিশোধ নেওয়া হবে।’

তিনি বলেন, বর্তমান বাইডেনের দল এবং তাদের রিপাবলিকান বিরোধীদের উভয়ের জন্যই একটি মুদ্রা রয়েছে, যা হচ্ছে ইউক্রেনের নাগরিকদের জীবন, তাদের কাছে যার কোনো মূল্য নেই। তারা আমেরিকার দুর্দান্ত খেলায় একটি দর কষাকষিকারী বস্তু’।

সাবেক প্রেসিডেন্টের মতে, ইউক্রেনীয়রা মার্কিন অস্ত্রের অফুরন্ত সরবরাহ, প্রশিক্ষক ও ভাড়াটিয়াদের পরিষেবার জন্য তাদের জীবন দিয়ে অর্থ প্রদান করে আসছে। ইউক্রেনীয়রা একটি ‘ডার্টি বোমা’ ব্যবহার করার জন্যও মূল্য দিতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, শুধু পার্থক্য হল আমাদের জনগণের প্রতিশোধ নেওয়া হবে। তাদের প্রত্যেকেরই। যুদ্ধে এবং অন্য কোথাও, যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে। অবশ্যই অকার্যকর আদালতের বিচারের অংশ হিসাবে নয়, তবে অন্য কোনো উপায়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়