প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ০১:২২
ধর্ষণের পর শিশুকে হত্যার কারণ জানাল যুবক!
সিদ্ধ তান্ত্রিক হতে গেলে কোনো নাবালিকাকে বলি দিতে হবে দীপাবলির রাতে! সেই উদ্দেশ্য পূরণে ৭ বছরের শিশুকন্যাকে খুন করে হরিয়ানা থেকে কলকাতায় যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়েছেন এক যুবক।
হাওড়া জিআরপি ও হরিয়ানা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার গ্রেফতার হন শিবকুমার নামের ওই নরপশু। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ জানায়, শিবকুমারকে কালকা মেলের এস-৬ কামরা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে হাওড়া জিআরপির কাছে শিবকুমারের নাম ও ছবি পাঠানো হয় হরিয়ানা থেকে।
জানানো হয়, এক নাবালিকাকে ধর্ষণ ও খুন করে হরিয়ানার পানিপথ থেকে কালকা মেলে কলকাতায় আসছেন শিবকুমার।
এই খবর পেয়েই তদন্তে নামে জিআরপি। বর্ধমান স্টেশন থেকে তাকে নজরে রাখা শুরু হয়। রেল পুলিশ জানতে পারে, শিবকুমার বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন। পরে টিকিট পরীক্ষককে জরিমানা দিয়ে টিকিট কেটেছিলেন তিনি।
এর পর ট্রেন হাওড়া আসতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। হরিয়ানা পুলিশের একটি দল হাওড়ায় এলে তাদের হাতে শিবকুমারকে তুলে দেয় জিআরপি।
জিআরপি থানার এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকালে হাওড়া জিআরপির এসএসপি সন্তোষ কুমার দ্বিবেদী আমাদের জানান, খুন ও ধর্ষণে অভিযুক্ত শিবকুমার নামে এক যুবককে হরিয়ানা থেকে কলকাতায় পালিয়ে আসছে। এই খবর পেয়েই আমরা তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেফতার করি।