প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২, ০০:৩৪
রুপির গায়ে গণেশ-লক্ষ্মীর ছবি ছাপানোর প্রস্তাব কেজরিওয়ালের
ভারতীয় অর্থনীতির সুদিন ফেরাতে রুপির গায়ে হিন্দু দেব–দেবী গণেশ ও লক্ষ্মীর ছবি ছাপানোর প্রস্তাব দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ বুধবার এ প্রস্তাব করে তিনি বলেন, এখন কাগুজে মুদ্রায় গান্ধীজির ছবি যেমন আছে এক পিঠে, তেমনই থাকুক। অন্য পিঠে ছাপা হোক ধন ও সমৃদ্ধির দেব–দেবী গণেশ ও লক্ষ্মীর ছবি। এতে নিশ্চিতভাবেই দেশের বেহাল অর্থনীতির হাল ফিরবে।
কেজরিওয়াল বলেছেন, দীপাবলির উৎসব ও পূজার সময়েই তাঁর মাথায় এ ভাবনার উদয় হয়। দেশের অর্থনীতির হাল কিছুতেই ভালো হচ্ছে না। যতই প্রচেষ্টা থাকুক, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সাফল্য আসে না। সে জন্য নোটে গণেশ ও লক্ষ্মীর ছবি রাখা হোক। তিনি আরও বলেন, এ প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকেও দেবেন। বলবেন, এই দুই দেব–দেবীর কৃপা থাকলেই দেশের অর্থনীতি সমৃদ্ধির মুখ দেখবে। অর্থনীতির স্বাস্থ্যও ফিরবে।
নিজের প্রস্তাবের পক্ষে কেজরিওয়াল বলেন, ‘এটা খুব সহজেই করা যায়। নোট নিয়মিত ছাপা হয়। তিনি আরও বলেন, ইন্দোনেশিয়া মুসলমানপ্রধান দেশ। জনসংখ্যার ৯৫ শতাংশের বেশি মুসলমান। তাদের কাগুজে নোটে গণেশের ছবি আছে আবহমান কাল ধরে। ইন্দোনেশিয়ার মতো দেশ যদি পারে, আমরা কেন পারব না?’
কেজরিওয়ালের এ প্রস্তাব প্রবলভাবে রাজনৈতিক। এ বছরের শেষের দিকে গুজরাটে ভোট। বিজেপিকে টক্কর দিতে ওই রাজ্যে আম আদমি পার্টি (আপ) এবার উঠেপড়ে লেগেছে। কংগ্রেসের কাছ থেকে পাঞ্জাব ছিনিয়ে নেওয়ার পর গুজরাট নিয়ে আপ যথেষ্ট আশাবাদী। সেই লড়াইয়ে বিজেপিকে টেক্কা দিতে কেজরিওয়াল এ প্রস্তাবের মধ্য দিয়ে হিন্দুত্বকে আঁকড়ে ধরতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। আপ চাইছে বিজেপিকে তাদের অস্ত্র দিয়েই আঘাত হানতে। তারা যে প্রতিপক্ষের চেয়েও বড় হিন্দুবাদী তা প্রমাণ করতে।
অবশ্য এ প্রস্তাবের মধ্য দিয়ে কেজরিওয়াল বিজেপির ব্যর্থতার প্রতিও কড়া ইঙ্গিত করলেন। প্রধানমন্ত্রী যতই উন্নয়নের প্রচার করুন, অর্থনীতির হাল ফেরাতে তিনি যে পুরোপুরি ব্যর্থ, এ প্রস্তাবের মধ্য দিয়ে কেজরিওয়াল সেটাও বুঝিয়ে দিলেন। বোঝালেন, এ সরকারের ক্ষমতাই নেই অর্থনৈতিক উন্নয়ন ঘটানোর। সেটা একমাত্র সম্ভবপর দৈব কৃপায়।