রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:৪৭

তাইওয়ানের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরির চিন্তা যুক্তরাষ্ট্রের

তাইওয়ানের সঙ্গে যৌথভাবে অস্ত্র তৈরির চিন্তা যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক

তাইওয়ানের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের চিন্তা করছে যুক্তরাষ্ট্র সরকার। বুধবার (১৯ অক্টোবর) নিক্কেই এশিয়ার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের নকশার অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে চায়। তাছাড়া চীনকে মোকবিলায় দ্রুত এগুলো হস্তান্তর করা হবে।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার বলেছেন, তাইওয়ানকে শন্তিপূর্ণভাবে একত্রীকরণ করা হবে। তবে এক্ষেত্রে শক্তি প্রয়োগের বিষয়টিও উড়িয়ে দেওয়া হবে না। তাইওয়ানকে শুরু থেকেই নিজেদের বলে দাবি করে আসছে চীন।

চলতি সপ্তাহের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, সার্বভৌমত্বের প্রশ্নে তাইওয়ান কখনোই আত্মসমর্পন করবে না। তাছাড়া গণতন্ত্র ও স্বাধীনতার ক্ষেত্রেও আপস করা হবে না বলেও জানানো হয়।

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যৌথভাবে অস্ত্র উৎপাদনের ব্যাপারে আগেই আলোচনা শুরু হয়েছে। তবে অন্য এক সূত্র জানিয়েছে, এটি বাস্তবায়নে কিছু সময় লাগবে।

প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানে অস্ত্র উৎপাদনের জন্য প্রযুক্তি সরবরাহ করতে পারে যুক্তরাষ্ট্র। অথবা তাইওয়ানের যন্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অস্ত্র তৈরি করা হতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়