রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:৪২

ইউক্রেনকে অস্ত্র নয় ক্ষেপণাস্ত্র সংকেত ব্যবস্থা দিতে চায় ইসরায়েল

ইউক্রেনকে অস্ত্র নয় ক্ষেপণাস্ত্র সংকেত ব্যবস্থা দিতে চায় ইসরায়েল
অনলাইন ডেস্ক

চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে কোনো ধরনের অস্ত্র নয় কেবল ক্ষেপণাস্ত্র সংকেত ব্যবস্থা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। যদিও রাশিয়ার হামলা মোকাবিলায় ইসরায়েলের কাছে অস্ত্র সহায়তা চেয়ে আসছে ইউক্রেন। বুধবার (১৯ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে বেনি গ্যান্ডজ জানিয়েছেন, ইউক্রেনের যে সংকেত ব্যবস্থা দরকার সে সম্পর্কে তথ্য শেয়ার করার জন্য ইউক্রেনীয়দের কাছে অনুরোধ করা হয়েছে। জীবন রক্ষাকারী প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে ইসরায়েল অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

গত কয়েক দিন ধরে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার সম্মুখীন হয়েছে ইউক্রেন। এতে ব্যাপক বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ দেশটির হাতে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা কেবল সামরিক স্থাপনাগুলোতে ব্যবহার করা হচ্ছে। তাছাড়া ইউক্রেনজুড়ে পূর্ব সতর্কতা ব্যবস্থারও যথেষ্ট ঘাটতি রয়েছে।

রাশিয়ার হামলার পর এখন পর্যন্ত ইউক্রেনে কোনো অস্ত্র সহায়তা দেয়নি ইসরায়েল। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞায়ও যোগ দেয়নি দেশটি।

এদিকে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর কমান্ডার স্বীকার করেছেন যে, খেরসনের পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের তিনি শহর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল সেরগেই সুরুভিকিন বলেছেন, ইউক্রেনের সৈন্যদের ছোঁড়া হিমার্স রকেট শহরের অবকাঠামো এবং বাড়ি-ঘরে আঘাত হেনেছে।

তিনি বলেছেন, খেরসনের বাসিন্দাদের নিরাপদে শহর ছেড়ে যাওয়ার ব্যাপারে সব রকম সহায়তা করবেন ‍রুশ সৈন্যরা। জেনারেল সুরুভিকিন বলেন, বিশেষ সামরিক অভিযানের পুরো এলাকাজুড়েই উত্তেজনা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়