শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে

প্রকাশ : ১১ মে ২০২২, ১৭:০৮

ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের সহায়তা বিল পাস মার্কিন কংগ্রেসে

ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলারের সহায়তা বিল পাস মার্কিন কংগ্রেসে
অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলারসহ সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তার প্যাকেজ অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস।

মঙ্গলবার (১০ মে) প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের সিনেট মেম্বারদের ৩৬৮-৫৭ ভোটে পাস হয়েছে৷

যুক্তরাষ্ট্রে সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেন, ‘এই সহায়তা প্যাকেজ নিয়ে দ্রুত কাজ শুরু হবে এবং প্রেসিডেন্ট বাইডেনের কাছে পাঠানো হবে৷’

এদিকে, ভোটের আগে সহকর্মীদের কাছে একটি চিঠিতে স্পিকার ন্যান্সি পেলোসি জানান, আমাদের অপেক্ষা করার সামর্থ্য নেই৷ এই সহায়তা প্যাকেজের মাধ্যমে আমাদের অটল সংকল্পের বিষয়ে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পাঠাবে আমেরিকা৷ বিজয় না হওয়া পর্যন্ত ইউক্রেনের সাহসী জনগণের পাশে দাঁড়াতে হবে।

এছাড়া সোমবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, এই সহায়তা যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কংগ্রেসের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করার সময় আমাদের সহায়তার চালান বন্ধ করার অনুমতি দিতে পারি না।

সূত্র : সিএনএন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়