প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ২৩:৪৮
মূল্যস্ফীতির প্রতিবাদে প্যারিসে বিক্ষোভ
মূল্যস্ফীতির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। গত কয়েক সপ্তাহ ধরে দেশটির জ্বালানি তেলের শোধনাগারে ধর্মঘট চলছে। এতে পুরো ফ্রান্সেই তেলের ঘাটতি দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধের পর উচ্চ মূল্যস্ফীতির কারণে সেখানে মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয়ভাবে বেড়ে গেছে। খবর আল-জাজিরার।
জানা গেছে, বামপন্থি বিরোধী রাজনৈতিক দল বিক্ষোভের আয়োজন করেছে। এতে নেতৃত্ব দেন ফ্রান্সের আনবোড দলের প্রধান জিন-লুক মেলেনচন।
বিক্ষোভে অংশ নিয়ে চলমান উচ্চ মূল্যের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নাগরিকরা। এতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের ওপর চাপ বাড়ছে।
আয়োজকরা জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জলবায়ু মোকাবিলায় পদক্ষেপ না নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই বিক্ষোভ থেকে জলবায়ু ও উচ্চ মূল্যের মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার আহ্ববান জানানো হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া অনেককেই হলুদ রঙের জ্যাকেট পরতে দেখা গেছে , যা ২০১৮ সালের হিংসাত্মক সরকারবিরোধী আন্দোলনের প্রতীক।
মনে করা হচ্ছে, ম্যাক্রোঁ বিরোধীরা বর্তমান পরিস্থিতি ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। মূলত সেপ্টেম্বরের শেষের দিকে তেল শোধনাগারে ধর্মঘট শুরু হয়।