প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২, ২৩:১০
ইরানের কারাগারে অগ্নিকাণ্ড: নিহত ৪
ইরানের এভিন কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চার বন্দি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬১ জন। এর আগে বন্দিদের মধ্যে সংঘর্ষের পর কারাগারটিতে আগুন ছড়িয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরনা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তাছাড়া এ ঘটনায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ইরানের এই কারাগারটিতে মূলত রাজনৈতিক বন্দিদের রাখা হয়েছে। তবে অনেক রাজনৈতিক বন্দিদের পরিবার থেকে সামাজিক যোগোযোগমাধ্যমে জানানো হয়েছে, তারা সবাই নিরাপদে আছে।
তাছাড়া মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে আটক বিক্ষোভকারীদেরও এই কারাগারে রাখা হয়েছে বলে জানা গেছে।
এদিকে শনিবারও বিক্ষোভে আটজন আহত হয়েছেন। হিজাব পরার নিয়ম না মানার অভিযোগে আটকের পর পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে মাসব্যাপী আন্দোলন চলছে দেশটিতে। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। বিক্ষোভ সমাবেশ থেকে এরই মধ্যে আটক হয়েছেন কয়েকশ।
এবারের বিক্ষোভ-সমাবেশ ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইরান সরকারের কাছে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার বিরুদ্ধেও স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।