সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ১৮:০৭

রাশিয়ার আসন্ন পারমাণবিক মহড়া পশ্চিমাদের জন্য চ্যালেঞ্জ

রাশিয়ার আসন্ন পারমাণবিক মহড়া পশ্চিমাদের জন্য চ্যালেঞ্জ
অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এজন্য ধারণা করা হচ্ছে, শিগগিরই পারমাণবিক অস্ত্রের মহড়া চালাতে পারে রাশিয়া। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চ্যালেঞ্জ করা হবে। যাতে তারা কেবল অনুশীলন ও আসল জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে পারে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছে, বছরের এই সময়ে রাশিয়া সাধারণত তাদের পারমাণবিক অস্ত্রের মহড়া পরিচালনা করে থাকে। পশ্চিমা নেতারা মনে করছেন, কয়েক দিনের মধ্যেই তাদের মহড়া শুরু হতে পারে। রাশিয়ার মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকতে পারে।

ইউক্রেনে আগ্রাসনের মধ্যেই প্রেসিডেন্ট পুতিন রাশিয়াকে রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। অনেক পশ্চিমা নেতারাই বর্তমানে উদ্বেগ প্রকাশ করছেন, কারণ রাশিয়া ইচ্ছাকৃতভাবে পানি ঘোলা করতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে একজন পশ্চিমা কর্মকর্তা বলেছেন, রাশিয়ার পদক্ষেপে আমাদের অতিরিক্ত চ্যালেঞ্জ রয়েছে। তবে যা ঘটছে তা অনুশীলন ছাড়া আর কিছুই নয়।

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে আশ্বাস দিয়েছেন, জোট রাশিয়ার বার্ষিক পারমাণবিক মহড়া খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিবরি বলেছেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ রাশিয়ান কৌশলগত পারমাণবিক বাহিনী বড় ধরণে মহড়া চালাতে পারে। যদিও তিনি এটিকে নিয়মিত মহড়া হিসেবে আখ্যায়িত করেছেন।

যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া এমন এক সময় মহড়া চালাতে যাচ্ছে যখন ন্যাটো তাদের বার্ষিক মহড়া শুরু করতে যাচ্ছে। আগামী সপ্তাহেই এই মহড়া শুরু হবে।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়