প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০২:২৮
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, ফের বাড়তে পারে সুদের হার
যুক্তরাষ্ট্রের মূল মূল্যস্ফীতি পূর্বাভাসকে ছাড়িয়ে ৪০ বছরের মধ্যে বেড়ে সর্বোচ্চ হয়েছে। সেপ্টেম্বরের পরিসংখ্যানে এই চিত্র সামনে এসেছে। ধারণা করা হচ্ছে, মূল্যস্ফীতির এমন উচ্চ হার নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদেরে হার আরও বাড়ানো সিদ্ধান্ত নেবে।
সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির শ্রম বিভাগরে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, মূল মূল্যস্ফীতি (খাদ্য ও জ্বালানি বাদ) এক বছর আগের চেয়ে ৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে, যা ১৯৮২ সালের পর সর্বোচ্চ।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে সামগ্রিক মূল্যস্ফীতি বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ, যা মাসিকভিত্তিতে শূন্য দশমিক ৪ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রের এখন বড় সমস্যা মূল্যস্ফীতি, যা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাচ্ছে ফেডারেল রিজার্ভ ব্যাংক। ব্যাংকটি টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার তিন-চতুর্থাংশ বা শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে তিন থেকে তিন দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত করেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।
এদিকে নীতিনির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৩ সালের শুরুর দিকে সুদের হার আরও বাড়ানো হতে পারে, যা জুনের পূর্বাভাস থেকে অনেক বেশি।
বিশ্বের অনেক দেশই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে। জাপান ও চীনও একই পথে হাঁটছে।