প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০২:২৫
অর্থ পাচার মামলায় খালাস পেলেন শাহবাজ শরীফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে হামজা শাহবাজকে অর্থ পাচার মামলা থেকে খালাস দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। ১৬ বিলিয়ন ডলার পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করেছিল পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
এফআইএ-এর আইনজীবী আদালতকে জানান, বাবা-ছেলের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কোনো অর্থ জমা হয়নি। এরপর এই মামলার রায় দেন আদালত।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে হামজা শাহবাজকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছিল। কিন্তু তারা কেউ উপস্থিত হননি। তাদের আইনজীবী জানান, প্রধানমন্ত্রী অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় আসতে পারবেন না। অন্যদিকে হামজা শাহবাজ অসুস্থ। ফলে আদালতের কাছে তাদের উপস্থিতির ব্যাপারে অব্যাহতি দেওয়ার অনুমতি চান আইনজীবী।
গত সপ্তাহে এফআইএ জানায়, বাবা-ছেলের বিরুদ্ধে অর্থ পাচারের কোনো প্রমাণ না পাওয়ায় তারা তাদের অভিযোগ তুলে নিয়েছে।
বুধবার এ মামলায় আদালতে শুনানি চলার সময়, এফআইএ-এর আইনজীবী ফারুক বাজওয়া তাদের অব্যাহতির বিরোধীতা করেন। তিনি দাবি করেন, শাহবাজ শরীফ ও হামজা শাহবাজ ১৬ বিলিয়ন রুপি অর্থ পাচারের সঙ্গে জড়িত।
কিন্তু বিশেষ আদালতের বিচারক ইজাজ আওয়ান বলেন, এফআইএ যে চালান আদালতের কাছে দিয়েছে সেটির পক্ষে উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। এরপর তাদের অব্যাহতি দেওয়া হয়।
এরআগে মঙ্গলবারের শুনানিতে মালিক মাকসুদের কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে এ সম্পর্কে জিজ্ঞেস করেন আদালত।
এফআইএ-এর আইনজীবী ফারুক বাজওয়া উত্তরে জানান, মালিক মাকসুদের আটটি ব্যাংক অ্যাকাউন্ট আছে।
আইনজীবী জানান, হামজা ও শরিফসহ অভিযুক্তদের অ্যাকাউন্টগুলোর মধ্যে সরাসরি কোনো অর্থ উত্তোলন বা জমা হয়নি।
বিচারক জিজ্ঞেস করেন, হামজার নির্দেশে যে পুরো অর্থ লেনদেন হয়েছে এর কি প্রমাণ আছে।
এর জবাবে এফআইএর আইনজীবী জানান, তার বিরুদ্ধে অর্থ পাচারের কোনো প্রমাণ এজেন্সির কাছে নেই।
সূত্র: জিও নিউজ