সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০২:২৩

জুতার ভেতর থেকে বেরিয়ে এলো মস্ত বড় কোবরা

জুতার ভেতর থেকে বেরিয়ে এলো মস্ত বড় কোবরা
অনলাইন ডেস্ক

শিউরে ওঠা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতে তৈরি ওই ভিডিওতে দেখা গেছে—জুতার ভেতরে একটি বিষধর কোবরা লুকিয়ে আছে৷

টুইটারে আপলোড করা ওই ভিডিওতে দেখা গেছে, একটি জুতা মেঝেতে পড়ে আছে। ক্যামেরা জুম করার পর আরও দেখা যায়, জুতার মধ্যে একটি সাপ কুঁকড়ে আছে। একজন ব্যক্তি একটি স্নেকহুক দিয়ে জুতা নাড়াচ্ছেন, যা কোবরাকে আক্রমণাত্মকভাবে তার মাথাটি প্রশস্ত করে সাপটি ফণা তুলছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি জুতা পরতে যাচ্ছিলেন, তখন দেখতে পান সেই জুতার মধ্যে একটি সাপ আছে, তিনি এটি দেখে হতবাক হয়ে যান। এর পর লোকটি একটি সাপুড়েকে ডাকেন, যিনি ঘটনাস্থলে পৌঁছে কোবরাটিকে ধরার চেষ্টা করেন।

ঘটনাটি অনেকের জন্য উদ্বেগজনক হলেও এমন ঘটনা এটিই প্রথম নয়। এর আগে আরও একটি ভিডিওতে জুতার ভেতর লুকিয়ে রাখা সাপকে একইভাবে দেখা গেছে। টুইটারে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস (আইএফএস) অফিসার সুশান্ত নন্দা শেয়ার করেছিলেন, সাপ উদ্ধারকারী একটি নিরাপদ দূরত্ব থেকে রড ব্যবহার করে জুতা টোকা দিয়ে। সাপটি দ্রুতই, ফণা তুলে জুতা থেকে হিস হিস করে বেরিয়ে আসে।

উদ্ধার করার সময়, কর্মীরা দর্শকদের সতর্ক করে দেন এবং বলেন— সবসময় জুতাটি পরার আগে টোকা দিন।

ভিডিও পোস্ট করার সময় আইএফএস অফিসার লিখেছেন— বর্ষাকালে এ বিষয়ে সবাইকে সাবধানে থাকতে হবে। বৃষ্টির সময় এসব সাপ, এ রকম অদ্ভুত জায়গায় থাকে। সাবধান হন এবং প্রশিক্ষিত কর্মীদের সাহায্য নিন।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন---

https://twitter.com/bharathircc/status/1579308048593870848?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1579308048593870848%7Ctwgr%5E3a5f09fe9dd1e7b8d91e9a79f75caee248cd2494%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jugantor.com%2Finternational%2F605107%2FE0A69CE0A781E0A6A4E0A6BEE0A6B0-E0A6ADE0A787E0A6A4E0A6B0-E0A6A5E0A787E0A695E0A787-E0A6ACE0A787E0A6B0E0A6BFE0A79FE0A787-E0A68FE0A6B2E0A78B-E0A6AEE0A6B8E0A78DE0A6A4-E0A6ACE0A79C-E0A695E0A78BE0A6ACE0A6B0E0A6BE

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়