প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০২:০৯
ইরাকের প্রেসিডেন্ট হলেন আব্দুল লতিফ
বৃহস্পতিবার ইরাকের প্রেসিডেন্ট নির্বাচনে আইনপ্রণেতারা কুর্দিস রাজনীতিবীদ আব্দুল লতিফ রশিদকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। এর মাধ্যমে দেশটিতে সরকার গঠন ও রাজনৈতিক অচলাবস্থা দূর হওয়ার দরজা খুলল। খবর আল জাজিরার।
৭৮ বছর বয়সী রশিদ এখন আরেক কুর্দি রাজনীতিবীদ ও প্রেসিডেন্ট বারহাম সালেহের স্থলাভিষিক্ত হবেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা ভোট অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আবদুল রশিদ পেয়েছেন ১৬০ ভোট। অন্যদিকে বারহাম সালেহ পেয়েছেন ৯৯ ভোট।
রশিদ যুক্তরাজ্য পাশ করা ইঞ্জিনিয়ার। ২০০৩-২০১০ সাল পর্যন্ত ইরাকে পানিসম্পদ মন্ত্রী ছিলেন তিনি। নতুন সরকার গঠনে ১৫ দিনের মধ্যে বৃহত্তম জোটকে আমন্ত্রণ জানাবেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরাকের গ্রিন জোনে নয়টি রকেট হামলার ঘটনা ঘটে। এই গ্রিন জোনের ভেতর ইরাকের সংসদ ভবন অবস্থিত। হামলায় বেসামরিক ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর একাধিক সদস্য আহত হয়েছেন।
গত ৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত ইরাকে তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টা চালানো হয়। কিন্তু প্রত্যেকবার এ চেষ্টা ব্যর্থ হয়।
ইরাকের সর্বশেষ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পায় মোক্তাদা আল-সদরের দল। কিন্তু তার দল সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। গত আগস্টে সংসদ থেকে নিজ দলের সকল সদস্যকে পদত্যাগ করতে নির্দেশ দেন তিনি।
এরপর তার সমর্থকরা কয়েকবার ইরাকের সংসদ ভবন দখল করেছিল। গতমাসে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায় যখন আল-সদর রাজনীতি থেকেই পদত্যাগ করে বসেন। তার এমন সিদ্ধান্তের পর রাজধানী বাগদাদে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পরে।
ইরাকে প্রেসিডেন্টের পদটি আনুষ্ঠানিক। কিন্তু সরকার গঠনে আগে প্রেসিডেন্ট নির্বাচন করতে হয়। সেটিই সম্ভব হচ্ছিল না। এখন এই দ্বার খুলল। কিন্তু ইরাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব কে নেবেন সেটি নিয়েই এখন আসল ভাবনা।
সূত্র: আল জাজিরা