প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০১:১০
ইউক্রেনকে ড্রোন বিধ্বংসী অস্ত্র দেওয়ার ঘোষণা ন্যাটোর
ন্যাটো সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে ড্রোন বিধ্বংসী অস্ত্র পাঠাতে যাচ্ছে ন্যাটো।
সম্প্রতি ব্রাসেলসে ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে বসেন জেনস স্টলটেনবার্গ।
অভিযোগ ওঠেছে, রাশিয়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনে ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। এর প্রেক্ষিতেই ইউক্রেনেকে ড্রোন বিধ্বংসী অস্ত্র দেওয়ার ঘোষণা দিল ন্যাটো।
এ ব্যাপারে ন্যাটো সেক্রেটারি বলেন, ন্যাটো মিত্ররা অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে। যার মধ্যে রয়েছে আর্টিলারি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক যান। প্রত্যেক মিত্রদের তাদের অভূতপূর্ব অবদানের জন্য ধন্যবাদ, আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এটি অব্যাহত রাখুন। ন্যাটোর সহায়তা প্যাকেজের অংশ হিসেবে আমরা তাদের জ্বালানি, শীতের পোশাক এবং চিকিৎসা সরঞ্জাম দিচ্ছি।
এই সহায়তা প্যাকেজের অধীনে ন্যাটো খুব শিগগিরই ড্রোন বিধ্বংসী অস্ত্র ইউক্রেনকে দেবে, কয়েকশ ড্রোন জ্যামার, যেগুলো ইরানিয়ান ড্রোন অকার্যকর করে দেবে এবং ইউক্রেনের মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে রক্ষা করবে, যোগ করেন স্টলটেনবার্গ।
সূত্র: সিএনএন