সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০০:৫৭

শি জিনপিংয়ের স্থলাভিষিক্ত হবেন কে?

শি জিনপিংয়ের স্থলাভিষিক্ত হবেন কে?
অনলাইন ডেস্ক

রোববার শুরু হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির ২০তম সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে নিজের ক্ষমতার মেয়াদ আরও বৃদ্ধি করবেন চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং।

কমিউনিস্ট পার্টির নেতারা সাধারণত দুইবার প্রেসিডেন্ট থাকেন। কিন্তু রীতি ভেঙে ৬৯ বছর বয়সী শি জিনপিং তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।

সম্মেলনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নেতা নির্ধারণ করে থাকে কমিউনিস্ট পার্টি। তাদের পোলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি নামে সাত সদস্যের একটি কমিটি আছে। সম্মেলনের মাধ্যমে যাদের নির্বাচন করা হয় তারাই ক্ষমতার কেন্দ্রে থাকেন। যদি শি জিনপিং এই কমিটিতে তার আজ্ঞাবহদের নিয়ে আসতে পারেন তাহলে তার ক্ষমতা নিয়ে ভাবতে হবে না।

এই কমিটিতে আগে ৬৮ বছর বা তার কম বয়সীদের সুযোগ দেওয়ার বিষয়টি থাকত। কিন্তু শি জিনপিংয়ের নিজের বয়সই এখন হয়ে গেছে ৬৯। ফলে এটি আর এখন বয়সভিক্তিক নেই। এখন বিষয়টি দাঁড়িয়েছে- শি জিনপিংয়ের পাশে আছে কিনা তাদের কমিটিতে নেওয়া হবে।

আরেকটি প্রশ্ন সামনে আসছে। সেটি হলো নতুন কমিটিতে ভবিষ্যৎ নেতা আসবে কিনা। এক্ষেত্রে চারজনের নাম বলা যায়। যদি তারা এ কমিটিতে জায়গা করে নেন তাহলে কমিউনিস্ট পার্টির নেতা এবং প্রেসিডেন্ট হতে পারবেন।

হু চুংহুয়া শি জিংপিং যে কমিউনিস্ট তরুণ লীগের মাধ্যমে ক্ষমতার শীর্ষে এসেছেন সেই একই দলের মাধ্যমে ৫৯ বছর বয়সী হু চুংহুয়া ওপরে ওঠেছেন। তিনি সবচেয়ে কম বয়সে ওই কমিটিতে জায়গা করে নিয়েছিলেন। শি এর আগে তাকে মনে করা হয়েছিল পরবর্তী নেতা। কিন্তু বর্তমানে তাকে খুব কম মানুষই ভবিষ্যৎ নেতা হিসেবে গণ্য করেন।

চেং মিনার ৬২ বছর বয়সী চেং মিনার পার্টির চংকিংয়ের সেক্রেটারি। তিনি পূর্বাঞ্চলের প্রদেশ ঝেজিয়াং থেকে ওঠে এসেছেন। শি জিংপিংয়ের ক্ষমতার অন্যতম ঘাঁটি এটি। তিনি শি জিংপিংয়ের একজন আস্থাভাজন হিসেবে নিজেকে পরিচিত করেছেন।

দিং জুজিয়াং ৬০ বছর বয়সী দিং জুজিয়াংও শি জিনপিংয়ের কাছের লোক। তিনি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করেছেন।

লি কুইয়াং ৬৩ বছর বয়সী লি কুইয়াং সাংহাইয়ে পার্টির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শি জিনপিংয়ের আস্থাভাজন। তবে করোনা ভাইরাসের জিরো টলারেন্স নীতির কারণে তিনি সমালোচনার মুখে পরেছিলেন।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়